বাতিলকরণ এবং পদ্ধতি  

 

যদি   তাকওয়া আইটির সাপোর্ট   বা   অন্য   যেকোনো   সমস্যার   সমাধান   দিতে   বের্থ   হয় ,  তাহলে   ক্লায়েন্ট   রিফান্ড   নিতে   পারবে ,  ৭   দিন   এর   বেশি   হলে   রিফান্ড   রিকোয়েস্ট   গ্রহণ   করা   হবে   না।         

যেকোনো   ডোমেইন   রেজিস্ট্রেশন   হয়ে   গেলে   সেই   ডোমেইন   টাকা   রিফান্ড   করা   হবে   না ,  কোনো   ডোমেইন   ট্রান্সফার   শুরু   হয়ে   গেলে   সেটারও   রিফান্ড   করা   হবে   না।         

যেকোনো   ভিপিস   বা   ডেটিকেটেড   সার্ভার   সম্পূর্ণ   ভাবে   নন   রিফান্ডেবল         
রিসেলার   হোস্টিং   এ   কোন   মানিব্যাক   গ্যারান্টি   নেই         

যদি   আমাদের   টার্মস   না   মানার   কারণে   আপনার   সার্ভিস   ক্যানসেল /  সাসপেন্ড / টার্মিনেট   করে   দেওয়া   হয়   তাহলে   এটার   জন্য   কোনো   রিফান্ড   গ্রহণ   যোগ্য   হবে   না।         

ক্লায়েন্টের   একাউন্টে   জমা   কৃত   টাকা   রিফান্ড   দেওয়া   যাবে   না ,  এটা   যেকোনো   সার্ভিস   কিনতে   ব্যবহার   করা   যাবে।         

ক্লায়েন্ট   এরিয়া   ব্যতীত   অন্য   কোনও   স্থান   থেকে   ক্যানসেল   রিকোয়েস্ট   করলে   গ্রহণ   করা   হবে   না।         

ক্যানসেল   রিকোয়েস্ট   সাবমিট   দেওয়ার   পর   কোনো   ভাবেই   ওই   একাউন্ট   রিএক্টিভে   করা   যাবে   না ,  আপনাকে   নতুন   করে   প্যাকেজ   কিনতে   হবে।  

 

সার্ভিস   ক্যানসেল   করতে   চাইলে   ক্লায়েন্ট   এরিয়া   থেকে   ক্যানসেল   রিকোয়েস্ট   সাবমিট   করতে   হবে।   এটি   করতে   আপনি   যে   প্যাকেজটি   ক্যানসেল   করতে   চান   তার   পাশের   আইকনটি   ক্লিক   করুন   তারপরে‘Request Cancellation’ চাপুন   তারপরে   আপনাকে   অবশ্যই   ফর্মটি   পূরণ   করে   সাবমিট   করতে   হবে।  

 

ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রিফান্ট বা বাতিল করা যাবে না।

 

[ immediate cancellation মানে   হলো   ক্যানসেল   রিকোয়েস্ট   সাবমিট   দেওয়ার   -২৪   ঘন্টা   ভিতরে   আপনার   প্যাকেজটি   ডিলেট   হয়ে   যাবে।  

 

End of Billing Period মানে   হলো   লাস্ট   বিলিং   ডেট   পর্যন্ত   একটিভ   থাকবে   এরপর   অটো   ক্যানসেল   হয়ে   যাবে।   এটা   সিলেক্ট   করলে   রিফান্ডের   জন্য   প্রযোজ্য   হবে   না]  

 

ক্যানসেল   রিকোয়েস্ট   সাবমিট   দেওয়ার   পর   বিলিং   ডিপার্টমেন্ট   একটা   টিকেট   ওপেন   করুনএরপর   ১দিন   থেকে   সর্বোচ্চ   ১২   দিন   পর্যন্ত   সময়   লাগতে   পারে   গেটওয়ের   ওপর   নির্ভর   করে।   যেকোনো   রিফান্ডের   জন্য   সেন্ডিং   চার্জগেটওয়ে   চার্জ/ক্যাশ   আউট   চার্জ   কেটে   রাখা   হবে।  

 

যদি   তাকওয়া আইটির একাউন্টে   ক্রেডিট   ব্যালেন্সরিফান্ড   নিলে ১মিনিট-১ঘন্টার মধ্যে   রিফান্ড পেয়ে   যাবেন, টিকিটে   ক্রেডিট ব্যালেন্স   রিফান্ড নিতে   চান   লিখে   দিতে   হবে।     

 

 

Cancellation Procedure

If you want to cancel the service, you have to submit a cancel request from the client area. To do this click on the icon next to the package you wish to cancel then click on 'Request Cancellation' then you must fill and submit the form.

No refunds or cancellations for web development and app development.

[immediate cancellation means your package will be deleted within 1-24 hours of submitting the cancellation request.

End of Billing Period means it will be active till the last billing date and then it will be auto-cancelled. It will not be eligible for refund if selected.

After submitting the cancellation request the billing department will open a ticket, then it may take from 1 day to maximum 12 days depending on the gateway. Any refund will be subject to deduction of sending charges / gateway charges / cash out charges.

If you take a credit balance refund in Takwa IT account, you will get the refund within 1 minute-1 hour, you have to write the credit balance refund request on the ticket.

Image NewsLetter
Icon primary
Newsletter

Subscribe our newsletter

By clicking the button, you are agreeing with our Term & Conditions